গ্যাস-আধার লিঙ্ক করাতে 200 টাকা, মন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ
কৃষ্ণনগরে বাড়ি রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের। তাঁর স্ত্রী সোমা বিশ্বাসের নামে অভিযোগ উঠেছে। সোমাদেবীর কৃষ্ণনগরের ষষ্ঠীতলায় গ্যাস সার্ভিস সেন্টার। তিনিই এর লাইসেন্স হোল্ডার। অভিযোগ, এখানেই বুধবার আধারের লিঙ্ক করাতে এলে ২০০ টাকা দাবি করা হয়।
অভিযোগ, ২০০ টাকা নিয়ে পাইপ ধরিয়ে দেওয়া হচ্ছে। যাঁর দরকার নেই, তাঁকে বলা হচ্ছে এরপর সার্ভিস দেওয়া হবে না। এ নিয়ে দিনভর তপ্ত ছিল এলাকা।