করোনা: ফের মৃত্যু, আক্রান্ত প্রায় ৩ হাজার
গত ২৪ ঘন্টায় ভারতে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হল। মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ৭-এ। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছিল। কেরলে মৃত্যু হয়েছিল ৩ জনের, কর্নাটকে দুজন এবং পঞ্জাবে একজনের। নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন আরও ৩২৮ জন।
কেরল থেকেই ২৬৫ জন নতুন আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। বর্তমানে ভারতে চিকিৎসাধীন রোগীর সংখ্যা পৌঁছেছে ২৯৯৭-এ। জারি বিধিনিষেধ।