আরও আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের, না হলে রেড কার্ড
আগের থেকে আরও ১০ মিনিট আগে স্কুলে ঢুকতে হবে শিক্ষকদের। না ঢুকলে পড়বে লাল কালির দাগ। শুক্রবার নতুন শিক্ষাবর্ষের ক্যালেন্ডার প্রকাশ করে জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। এখন ১০টা ৫০ মিনিটে স্কুলে ঢুকতে হয় শিক্ষকদের। তারপর স্কুলে প্রবেশ করলে লাল কালি পড়ে।
নতুন নিয়মে ১০টা ৪০ মিনিটের পর স্কুলে ঢুকলে লাল কালি পড়বে অর্থাৎ ‘লেট’ হিসাবে গণ্য করা হবে। ১১ টা ১৫ মিনিটের পর ঢুকলে দিনটিকে ছুটি হিসাবে ধরা হবে।