১০ দিন ধ্যান করবেন কেজরি - 24 Ghanta Bangla News

১০ দিন ধ্যান করবেন কেজরি

0

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বৃহস্পতিবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মুখোমুখি হওয়ার কথা। কিন্তু এবারও তিনি তদন্তকারীদের ডাকে সাড়া দিচ্ছেন না। আম আদমি পার্টি সূত্রে খবর, দিল্লির মুখ্যমন্ত্রী বুধবার বিকালে পাঞ্জাবের হোশিয়ারপুরে গিয়েছেন।

সেখানে আনন্দগড়ে একটি বিপসনা বা বিপশ্যনা কেন্দ্রে ১০ দিন ধ্যান করবেন কেজরিওয়াল। বিপশ্যনা হল গৌতম বুদ্ধ প্রবর্তিত নিজেকে পর্যবেক্ষণের এক ধ্যান বিধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

x