মাঝ আকাশে আগুন, মুম্বইয়ে জরুরি অবতরণ বিমানের

মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে আগুনের আতঙ্ক ছড়াল। ঘটনায় জরুরি ভিত্তিতে অবতরণ করা হল বিমান। মঙ্গলবার রাতে মুম্বই বিমানবন্দরে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার এআই ৮১৪ বিমানটি। জানা যায়, মাঝ আকাশে দিল্লি থেকে মুম্বইগামী
ওই বিমানে একটি ইঞ্জিনে আগুন লাগার সতর্কতা পান বিমান চালক। এরপরেই বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়। কী কারণে এই ঘটনা ঘটল তা জানার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।