ওএমআর শিট কারচুপি মামলায় রিপোর্ট জমা দিল সিবিআই
প্রাথমিক নিয়োগ দুর্নীতির ওএমআর শিট কারচুপি মামলায় কলকাতা হাইকোর্টে সিলবন্ধ খামে রিপোর্ট জমা দিল সিবিআই। আজ, বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এসে ওই রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
আগামী ৪ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। গত বছরের ২৭ সেপ্টেম্বর নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।