বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান সুযোগ, কর্মদিশা প্রকল্প
জানানো হয়েছে ‘আমার কর্মদিশা’ প্রকল্পের সুবিধা পাওয়া জন্য আবেদন করতে পারবেন ১৫ থেকে ৪৫ বছর বয়সীরা। এই বয়সসীমার মধ্যে থাকা যুবক-যুবতীরা দুয়ারে সরকারে ক্যাম্পের গিয়ে ‘আমার কর্মদিশা’
প্রকল্পের জন্য নিজের নাম নথিভুক্ত করতে এবং এই সংক্রান্ত তথ্য পেতে পারবেন। এই জন্য যেখানে দুয়ারে সরকার শিবির হচ্ছে সেখানেই ‘আমার কর্মদিশা’ প্রকল্পের জন্য আলাদা একটি কাউন্টার করা হয়েছে।