ফেব্রুয়ারিতে প্রকাশিত হবে সেট পরীক্ষার ফলাফল

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে সেট পরীক্ষার ফলাফল ঘোষণা হবে। এমনটাই জানিয়ে দিল কলেজ সার্ভিস কমিশন। শিক্ষক নিয়োেগ দুর্নীতির অভিযোগের পরে এবারে ওএমআর ইভালুয়েশন নিয়ে বাড়তি সতর্কতা জারি করেছে তারা। এবারে সেট পরীক্ষার ‘মডেল আনসার কি’ আপলোড করা হবে ওয়েবসাইটে।
১০ দিন ধরে ফিডব্যাক নেবে কলেজ সার্ভিস কমিশন। তারপরে চূড়ান্ত মূল্যায়ন হবে। ইউজিসির গাইডলাইন মেনেই অধ্যাপক নিয়োগের পরীক্ষার মূল্যায়ন হবে।