পঞ্চায়েত প্রধান হয়েই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্যকে দান
দু’বছর ধরে লক্ষ্মীর ভাণ্ডার বাবদ পাওয়া টাকা পঞ্চায়েতের উন্নতিকল্পে দান করলেন মালদার আখতারি খাতুন। কালিয়াচক-১ ব্লকের আলিনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান আখতারি জানান, লক্ষ্মীর ভাণ্ডার থেকে সব মিলিয়ে ১২ হাজার টাকা পেয়েছিলেন।
পুরোটাই তিনি পঞ্চায়েতের উন্নতির জন্য দান করেছেন। প্রধানের কাজে অনুপ্রাণিত হয়ে সংশ্লিষ্ট পঞ্চায়েতের অন্যান্য সদস্যও তাঁদের তিন মাসের ভাতা অর্থাৎ ১৫০০ টাকা তহবিলে জমা দিয়েছেন।