IPL: ৫.৮০ কোটিতে বিক্রি হলেন ভারতের STAR বোলার
ভারতের তারকা ফাস্ট বোলার উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লক্ষ টাকায় কিনে নিল গুজরাত টাইটান্স। উমেশকে নিতে ঝাঁপায় সানরাইজার্স হায়দরাবাদ এবং দিল্লি ক্যাপিটালস। গত আইপিএলে কেকেআরের হয়ে ১২টি ম্যাচ খেলে ১৬টি উইকেট নেন উমেশ।
নিজের আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত ১৪১টি ম্যাচ খেলে ১৩৬টি উইকেট নিয়েছেন ভারতের তারকা ফাস্ট বোলার। গুজরাত টাইটান্সে মহম্মদ শামির সঙ্গে তাঁর জুটি কেমন পারফর্ম করে, সেটাই দেখার।