২৫০০ ভুয়ো লোন অ্যাপ বন্ধ করেছে কেন্দ্র, বার্তা সীতারমণের

ভুয়ো লোন অ্যাপের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই স্ট্রাইক চালাচ্ছে মোদী সরকার। সংসদে এই তথ্য দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী লোকসভায় জানিয়েছেন, গুগল প্লে স্টোর থেকে ২৫০০টির বেশি ভুয়ো লোন অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে।
২০২১ এর এপ্রিল থেকে জুলাই ২০২২ এর মধ্যে গুগল এই পদক্ষেপ নিয়েছে। আরও জানিয়েছেন এই ভুয়ো লোন অ্যাপগুলিকে আটক করতে রিজার্ভ ব্যাঙ্ক এবং সরকার কাজ করছে।