দুর্ঘটনার কবলে রাজস্থানের মুখ্যমন্ত্রী
রাজস্থানের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন। মঙ্গলবার রাতে রাজ্যের উত্তরপ্রদেশ সীমান্তবর্তী এলাকা পুঁচারি কা লাউথা এলাকায় তাঁর গাড়িটি রাস্তার ধারের একটি নর্দমায় পড়ে যায় বলে খবর পাওয়া গিয়েছে।
যদিও মুখ্যমন্ত্রীকে অক্ষত অবস্থায় গাড়ি থেকে বের করে আনা হয় বলেও খবর। পুলিশ জানিয়েছে, গোবর্ধন গিরিরাজে যাচ্ছিলেন ভজনলাল শর্মা। ঘটনার তদন্ত শুরু হয়েছে।