দাউদকে বিষ! পাকিস্তান জুড়ে সতর্কতা
সম্প্রতি খবর ছড়িয়েছে যে ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের অন্যতম চক্রী তথা ভারতে মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে বিষ প্রয়োগ করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে পাকিস্তানের করাচির এক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও খবর।
পাকিস্তান সরকারের তরফে সরকারিভাবে কোনও খবর প্রকাশ করা না হলেও দেশের সবকটি বড় শহরে কড়া সতর্কতা জারি করা হয়েছে বলে সূত্রের খবর। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত।