৩১ ডিসেম্বর এর আগে আপডেট করুন না-হলে পাবেন না গ্যাসের ভর্তুকি - 24 Ghanta Bangla News

৩১ ডিসেম্বর এর আগে আপডেট করুন না-হলে পাবেন না গ্যাসের ভর্তুকি

0

গ্যাস ডিস্ট্রিবিউটরদের অফিসে লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে বায়োমেট্রিক আধার যাচাই করাতে হচ্ছে। ডিস্ট্রিবিউটাররা বলছেন, ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে বায়োমেট্রিকের কাজ। কেন্দ্রের তরফে স্পষ্ট কোনও জবাব না থাকায় গ্রাহকরা নানাবিধ আশঙ্কায় ভুগছেন।

ছড়াচ্ছে গুজবও। কারও আতঙ্ক, এই মাসের মধ্যে বায়োমেট্রিক না করালে গ্যাস বুকিং করা যাবে না। কেউ ভাবছেন, ভর্তুকি হয়তো বন্ধ হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed

x