খাস কলকাতায় CBI কেই অনলাইনে প্রতারণার জালে ফেললো প্রতারকরা
খাস কলকাতায় প্রতারকদের খপ্পড়ে পড়লেন সিবিআই-এর এক কনস্টেবল। সম্প্রতি, উত্তর বিধাননগর থানায় এক লিখিত অভিযোগও জানিয়েছিলেন তিনি। অভিযোগ, ওই সিবিআই কনস্টেবলের থেকে প্রায় ২৩ হাজার টাকার কাছাকাছি হাতিয়ে নিয়েছিল প্রতারকদের দল।
সেই অভিযোগের প্রেক্ষিতে নৈহাটি থানা এলাকা থেকে বিশাল চৌধুরী ও সানি পাসওয়ান নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর বিধাননগর থানার পুলিশ। এই চক্রে আর কারা জড়িত, তা দেখা হচ্ছে।