এবার সায়গলকে জেরা NIA-এর
ইডি, সিবিআইয়ের পর এবার এনআইএ! বীরভূমের মহম্মদবাজারে জিলেটিন স্টিক উদ্ধারকাণ্ডে গরুপাচারকাণ্ডে গ্রেফতার হয়ে দিল্লির তিহাড় জেলে বন্দি সায়গল হোসেনকে জেরা করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্ফোরকের কারবারিদের সঙ্গেও কি সায়গল হোসেনের যোগাযোগ ছিল?
প্রভাবশালী যোগ ছাড়া কি এই বিস্ফোরকের কারবার চলতে পারে? বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীকে জেরা করে সব প্রশ্নের উত্তর খুঁজছে এনআইএ।