‘PoK হামারা হ্যায়’, শাহী গর্জনে কাঁপছে ইসলামাবাদ
পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই অংশ। শাহী ভাষায়, ‘PoK হামারা হ্যায়।’ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে এমনই হুঙ্কার দিতে দেখা গিয়েছিল। আর সেই হুঙ্কারে ভীত পাকিস্তান! তড়িঘড়ি পাকিস্তানের কেয়ারটেকার প্রধানমন্ত্রী গেলেন মুজফফরাবাদ।
মনে করা হচ্ছে, পাক অধিকৃত কাশ্মীরে নিজেদের আধিপত্য বোঝাতেই এই কাজ করলেন আনওয়ার-উল-হক কাকর। কিন্তু ওয়াকিবহাল মহলের মতে, এতে বরং পাকিস্তানের আতঙ্কই পরিষ্কার ভাবে ফুটে উঠল।