৬৫ কোটিতে বিক্রি হল মেসির বিশ্বকাপ জেতা জার্সি
লিওনেল মেসির বিশ্বকাপ জেতা জার্সি নিলামে উঠল। দাম উঠল প্রায় ৬৫ কোটি টাকা। কাতার বিশ্বকাপে ৬টা জার্সি পরে খেলেছিলেন আর্জেন্টিয়ান। ওই ৬টা জার্সি নিলামে তোলা হয়। নিলামকারী সংস্থা সাউথবে-র তরফে আশা করা হয়েছিল মোট ১০ মিলিয়ন ডলার দাম উঠতে পারে ওই জার্সিগুলির।
ততটা না উঠলেও যা দাম উঠল তা কম বলা যাবে না। ৭.৮ মিলিয়ন ডলারে বিক্রি হল মেসির ওই ছ’টা জার্সি। টাকার হিসেবে ৬৫ কোটি টাকার সামান্য কম।