হাওড়াগামী চলন্ত লোকালের মহিলা কামরায় উঠে অতর্কিতে গুলি, মৃত্যু
হাওড়া-বর্ধমান লোকাল ট্রেনে নিজের সার্ভিস রিভলবার দিয়ে গুলি চালিয়ে আত্মঘাতী হলেন পুলিশ কনস্টেবল। নাম শুভঙ্কর সাধুখাঁ (৪৪)। জানা গিয়েছে, আপ হাওড়া-বর্ধমান শেষ লোকাল ট্রেনের মহিলা কামরায় কর্তব্যরত ছিলেন তিনি।
পালসিট স্টেশনের কাছে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি চালিয়ে দেন তিনি। ট্রেনের যাত্রীরা জানাচ্ছেন, তাঁর মোবাইলে একটি ফোন আসে। তারপরই তিনি গুলি চালান নিজের কপালে।