ধোনির জার্সি নিয়ে বড় সিদ্ধান্ত BCCI-এর
২০১১ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর জার্সি ভারতীয় দলের আর কেউ পরতে পারবেন না। বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, সচিন তেন্ডুলকরের (১০ নম্বর) পর ধোনির জার্সিও আর কেউ পরতে পারবেন না।
দেশের সর্বকালের অন্যতম সেরা এবং সফল অধিনায়ককে সম্মান জানাতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বোর্ডের তরফে জানানো হয়েছে। আপ্লুত হয়েছেন ধোনি-প্রেমীরা।