ধর্ষণের দায়ে ২৫ বছরের জেল বিজেপি বিধায়কের
নাবালিকা ধর্ষণের মামলায় দুদিন আগেই দোষী সাব্যস্ত হয়েছিল উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক রামদুলার গোন্দ। শুক্রবার তাকে ২৫ বছরের কারাদণ্ডের সাজা শোনালেন বিচারক। পাশাপাশি ১০ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে।
উল্লেখ্য, নয় বছর আগে, ২০১৪ সালে রামদুলার বিরুদ্ধে মেয়রপুর থানায় নাবালিকা ধর্ষণের মামলা করা হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতেই গতকাল দোষী সাব্যস্ত হয় সে।