অপারেশনের পর মদনের শারীরিক অবস্থার অবনতি

মদন মিত্রের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ কাটছেই না। বৃহস্পতিবার রাতে আবারও খিঁচুনি হয় তৃণমূল বিধায়কের। গত বুধবার কাঁধে অস্ত্রোপচারের পরও তাঁর খিঁচুনি না কমায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন চিকিৎসকেরা। গত সপ্তাহের বৃহস্পতিবার রাতেই খিঁচুনি হওয়ায় পড়ে গিয়েছিলেন মদন।
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর বাঁ কাঁধের হাড় ভেঙে যায়। বর্তমানে এসএসকেএমের আইটিইউয়ে চিকিৎসা চলছে কামারহাটির বিধায়ক মদন মিত্রের।