২৮ দিনের নাতনিকে বিক্রি করলো দাদু, আনন্দপুরে ফের শিশু বিক্রির চক্র!
আনন্দপুরে ফের শিশু বিক্রি চক্রের পর্দাফাঁস। ৩০ হাজার টাকায় নিজের নাতনিকে বিক্রির অভিযোগে গ্রেফতার হলেন দাদু ও সৎ দিদিমা-সহ মোট ৫ জন। উদ্ধার করা হয়েছে ২৩ দিনের সদ্যোজাতকে।
বুধবার রাতে শিশুসন্তান নিখোঁজ বলে আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করেন মা। তদন্তে নেমে দাদু এবং সৎ দিদিমার বয়ানে অসঙ্গতি ধরা পড়ে। তারপরেই তাদের গ্রেফতার করে পুলিশ। পাওয়া যায় সদ্যোজাতর খোঁজও।