হাই কোর্টের নির্দেশ কলকাতায় বাতিল হচ্ছে ২৫০০ বাস!
কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ১৫ বছরের ঊর্ধ্বে কোনও বাস শহরে চালানো যাবে না। সেই নির্দেশ অনুযায়ী আগামী বছরের ৩১ জুলাইয়ের মধ্যে কলকাতায় প্রায় আড়াই হাজার পুরনো বাসকে বসিয়ে দেওয়া হচ্ছে বলে খবর।
বর্তমানে শহরে যে সংখ্যক বাস চলে বাতিলের তালিকা অর্ধেক বলেও খবর পাওয়া যাচ্ছে। ফলে যাত্রীদের চরম দুর্ভোগের মধ্যে পড়তে হতে পারে বলে আশঙ্কা। আগেভাগে প্রস্তুত হচ্ছে বাস মালিক সংগঠন থেকে প্রশাসন।