সাংসদে কাণ্ডে উঠে এল এবার কলকাতা কানেকশন?
সাংসদে কাণ্ডে উঠে এল এবার কলকাতা কানেকশন। তদন্তে উঠে এসেছে ললিত ঝা-এর নাম। জানা গিয়েছে এই ব্যাক্তি কলকাতার বাসিন্দা। সে এই ঘটনার ভিডিও রেকর্ড করে।
নীলাক্ষ আইচকে নামে এক যুবককে এই ঘটনার ভিডিও পাঠায় এই ললিত ঝা। নীলাক্ষর সঙ্গে এক ইভেন্টে পরিচয় হয়েছিল ওই সন্দেহভাজন ললিত ঝা-এর। যুবক নিজে সেই কথা জানায় এক সংবাদ মাধ্যমকে।