লোকসভায় হামলাকাণ্ডে ধৃত ৪ জনের ৭ দিনের পুলিশ হেফাজত
লোকসভায় হানাকাণ্ডে ধৃত চার জনকে সাত দিনের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বিকেলে দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে চার অভিযুক্ত মনোরঞ্জন ডি, সাগর শর্মা, নীলম ও আনমোল শিন্ডেকে হাজির করেছিল দিল্লি পুলিশ।
জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানান দিল্লি পুলিশের আইনজীবী। তা মঞ্জুর করেন বিচারক। জানিয়ে দেন, জিজ্ঞাসাবাদের প্রয়োজনে পুলিশি হেফাজতের মেয়াদ আরও বাড়ানো হবে।