ভারত ছেড়ে চলে যেতাম, বিশ্বকাপে ‘সজদা’ সেলিব্রেশন নিয়ে তোপ শামির ?

ভারতীয় বলেই খেলার মাঠে সজদা করতে গিয়েও থেমে যেতে হয়েছে মহম্মদ শামিকে, এমনটাই দাবি ছিল পাকিস্তানিদের একাংশের। সেই বিতর্কে মুখ খুললেন শামি। বলেছেন, ‘সজদা করতে চাইলে তো কেউ বাধা দিতে পারে না।
আমার ধর্ম পালনে কেউ বাধা দেবে না। আমিও কারও ধর্ম পালনে বাধা দেব না। সজদা করার জন্য অনুমতি নিতে হলে আমি ভারতে থাকতাম না। যদি সজদার ইচ্ছা হয় তাহলে অবশ্যই করব। গর্বের সঙ্গে বলতে পারি আমি ভারতীয় মুসলিম।’