আইসিসি-কে বুড়ো আঙুল, অন্যভাবে প্যালেস্টাইনকে সমর্থন খোয়াজার
আইসিসি-র বিরুদ্ধে গিয়ে প্যালেস্টাইনের প্রতি সমর্থন জানিয়ে আর্মব্যান্ড পরে টেস্ট খেলতে নামলেন উসমান খোয়াজা। আগেই এই পরিকল্পনা করেছিলেন অজি ব্যাটার। ঠিক করেছিলেন ‘স্বাধীনতা আসলে মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ এমন বার্তা
সম্বলিত জুতো পরে খেলতে নামবেন। আইসিসি এনিয়ে না করায় অন্যভাবে সেই কাজ করলেন তিনি। জুতোয় স্ট্র্যাপ বেঁধে নামেন তবে কালো আর্মব্যান্ড পরে জানান তাঁর মানবাধিকারের দাবি।