অর্জুন এখনও মনে প্রাণে বিজেপি, দলীয় সাংসদের বিরুদ্ধে তোপ TMC বিধায়কের

তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে সাংসদ অর্জুন সিংয়ের দ্বন্দ্বে সরগরম শিল্পাঞ্চল। ফের সাংবাদিক সম্মেলন সোমনাথ শ্যামের কথায়, ‘তৃণমূলের জন্মলগ্ন থেকে উনি দলের সঙ্গে যুক্ত থাকার কথা বলছেন। তাহলে উনি বিজেপিতে গেলেন কেন? আবার ফিরেও আসলেন কেন?
মামলার ভয়ে? অসমের মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, ও-তো মামলার ভয়ে তৃণমূলে যোগ দিয়েছে। মন, প্রাণ যে এখনও বিজেপিতেই রয়েছে সেটা ওঁর কর্মকাণ্ড দেখলেই বোঝা যাচ্ছে।’