ভারত-চিন যুদ্ধ! শিলিগুড়ির কাছে চলে এসেছে চিনা ফৌজ

সম্প্রতি ভুটানের জাকারলুং উপত্যকার বেশ কিছু উপগ্রহচিত্র প্রকাশ্যে এসেছে। তাতে দেখা গিয়েছে, ২০২১ সালেও উপত্যকার যে যে অংশ ফাঁকা ছিল, ২০২৩ সালে সেখানে গড়ে উঠেছে ইমারত। চিনা ফৌজ ভুটানের সীমানা লঙ্ঘন করে ভিতরে ঢুকে লাগাতার
অবৈধ নির্মাণ করে চলেছে। একের পর এক বহুতল গড়ে উঠছে পাহাড়ি জঙ্গল সরিয়ে। এমনকি শিলিগুড়ি করিডরের কাছে চলে এসেছে চিনা ফৌজ। যা ফের ভারত-চিন যুদ্ধের আবহ তৈরি করেছে।