পরিবারের সব মহিলারা পাবেন লক্ষ্মীরভাণ্ডার: মমতা

লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, এবার এক নয়, পরিবারের সব মহিলারা এই প্রকল্পের অধীনে টাকা পাবেন। অর্থাৎ এক পরিবারে যদি পাঁচ থেকে ছয় জন মহিলাও
থাকেন, তাঁরা সবাই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, এর জন্য পশ্চিমবঙ্গ সরকারের বাজেটে অতিরিক্ত অর্থ বরাদ্দ কর হয়েছে।