দাম কমিয়ে অর্ধেক করা হল eco Park এর টিকিট এর দাম
হাওড়ার ইস্ট ওয়েস্ট বাইপাস সংলগ্ন ইকোপার্কের প্রবেশ মূল্য অর্ধেক করে দিল পুরসভা। বাইপাস সংলগ্ন পার্কটি দীর্ঘদিন আগাছায় চাপা পড়ে বন্ধ ছিল। সম্প্রতি তা নতুনভাবে সাজিয়ে তুলেছে হাওড়া পুরসভা।
পোশাকি নাম দেওয়া হয়েছে ‘ষষ্ঠী নারায়ণ ইকোপার্ক’। সেখানে প্রবেশ মূল্য রাখা হয়েছিল ১০ টাকা। এই প্রবেশ মূল্যই অর্ধেক করে দেওয়ার অনুরোধ করেছিলেন মন্ত্রী অরূপ রায়। তাই প্রবেশ মূল্য পাঁচ টাকা করা হবে।