গোটা IPL- এ খেলতে পারবেন না KKR-এর দুই তারকা
আইপিএলের মিনি নিলামের জন্য ৩৩৩ জন ক্রিকেটার নামের তালিকা ঘোষণা করা হয়েছে। সেকানে নেই বেশ কিছু তারকা। তারমধ্যে নেই কেকেআরের গত বছরের দলের দুই তারকা শাকিব আল হাসান, লিটন দাসও। এছাড়া জোফ্রা আর্চারের মতো পেসারকেও পাওয়া যাবে না।
তাঁকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। কিন্তু ইংরেজ ক্রিকেট বোর্ড তাঁকে আইপিএল খেলতে নিষেধ করেছে। তাছাড়া কেদার যাদবও নেই। তিনি ধারাভাষ্যকার হতে পারেন বলে শোনা গিয়েছে।