মুখ্যমন্ত্রী বাছতে নাকাল বিজেপি
ভোটের পর ৬ দিন কেটে গিয়েছে। তার পরেও মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় এবং রাজস্থানে মুখ্যমন্ত্রী কারা হবেন, তা ঘোষণা করতে পারেনি বিজেপি। ইতিমধ্যেই ওই তিন রাজ্যে মুখ্যমন্ত্রী বাছতে পর্যবেক্ষক দল নিয়োগ করেছেন কেন্দ্রীয় নেতৃত্ব। একাধিক নাম নিয়ে জল্পনা চলছে। বিজেপি সূত্রে খবর,
আগামীকাল অর্থাৎ সোমবার মধ্যপ্রদেশের ভোপালে বৈঠকে বসছে বিজেপির পরিষদীয় দল। ওই দিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হতে পারে।