ব্রণর দাগে মুখ ভরে গিয়েছে? ঘরোয়া উপায়ে দূর হবে এবার সব সমস্যা
ব্রণ-র দাগ দুর করুন এই উপায়ে১) বহু যুগ ধরে ত্বকের পরিচর্যায় ব্যবহার করা হয় হলুদ। হলুদে রয়েছে কারকিউমিন যা ত্বকের যেকোনও ধরনের দাগছোপ দূর করতে সাহায্য করে।২) পাতিলেবুর রসে রয়েছে ভিটামিন সি।
যা ব্রণর দাগ তুলতে সাহায্য করে।৩) আপনাকে সাহায্য করতে পারে অ্যালোভেরা জেলও। ব্রণর দাগ তোলার পাশাপাশি ট্যান তুলতেও সাহায্য করে এই জেল।