বিজেপিকে ভোট দেওয়ার ‘অপরাধ’ মুসলিম মহিলাকে বেধড়ক মার

তাঁর ‘অপরাধ’ ছিল বিজেপিকে ভোট দেওয়া। সেই ‘অপরাধের’ মাশুলও গুণতে হল তাঁকে। বিজেপিকে ভোট দেওয়ায় এক মুসলিম মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তাঁর আত্মীয়ের বিরুদ্ধে। মধ্য প্রদেশের সেহোরের ঘটনা।
নির্যাতিতা মহিলা বয়স ৩০ বছর। সামিনা মধ্য প্রদেশের সিহোরের বারখেদা হাসান গ্রামের বাসিন্দা। কালেক্টরেট ও পুলিশে কাছে তিনি অভিযোগ দায়ের করেন। আক্রান্ত মহিলার সঙ্গে দেখা করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।