ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিষ্ণুদেব সাই

ছত্তিশগড়ের নতুন মুখ্যমন্ত্রী হলেন বিষ্ণুদেব সাই। কুঙ্কুরি বিধানসভার বিধায়ক বিষ্ণুদেব সাই আদিবাসী সম্প্রদায় থেকে এসেছেন। পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, অর্জুন মুন্ডা, দুষ্যন্ত কুমার গৌতম এবং
ছত্তিশগড় বিজেপির ইনচার্জ ওম মাথুরের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে জল্পনা ছিল যে বিজেপি ছত্তিশগড়ের লাগাম কোনও আদিবাসীর হাতে তুলে দিতে পারে।