লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বন্ধ, বিপাকে বধূ
সরকারি খাতায় তিনি নাকি মৃত। তাই গত জুন মাস থেকে মেলেনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। দাসপুরের খেপুত গ্রাম পঞ্চায়েতের দক্ষিণবাড় গ্রামের বধূ পূর্ণিমা বারিকের এমনই অবস্থা। প্রশাসনের তরফে
কোনও হেলদোল না দেখে পূর্ণিমা নিজেকে জীবিত প্রমাণ করতে আদালতের কাছে গিয়েও নিজের সার্টিফিকেট নিয়ে আসেন। তিনি চান যে ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর টাকা তাঁর অ্যাকাউন্টে ঢুকুক। ওই টাকা দিয়ে তিনি মেয়ের টিউশন খরচ দেন।