‘ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনে জড়িত অর্জুন সিং

ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় সাংসদ অর্জুন সিংকে নিশানা করলেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। তাঁর দাবি, ‘আমি বলেছি কোথাও না কোথাও সাংসদ বা তাঁর পরিবারের কেউ জড়িত রয়েছে।
অর্জুন সিংয়ের পরিবারের সেই যুক্ত লোকের নাম পাপ্পু সিং। আমার মনে হয় পুলিশ এবার পিছবে না, কারণ পুলিশের কাছে গ্রেফতার করার জন্য যথেষ্ট তথ্য আছে। যে খুন করেছে তাকে জেল খাটতেই হবে।’