ঘূর্ণিঝড়ের প্রভাবে একের পর এক চাষির আত্মহত্যা
ঘূর্ণিঝড়ের প্রভাবে চাষবাসের উপর ব্যাপক প্রভাব পড়েছে। ক্ষতি ও ঋণের বোঝা নিয়ে চিন্তার অন্ত নেই চাষিদের। সম্প্রতি খানাকুলে এক চাষি আত্মঘাতী হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। এবার তারই পুনরাবৃত্তি ঘটে গেল বর্ধমানের কালনায়।
ব্যাপক ক্ষতির মুখে পড়ে ঋণ মেটানোর চিন্তায় আত্মঘাতী হলেন রাজ্যের আরও এক চাষি। এই ঘটনাকে কেন্দ্র করে পূর্ব বর্ধমানের নিমদহ পঞ্চায়েতের ছাতনি উত্তরপাড়া এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।