আর্থিক কেলেঙ্কারি, কংগ্রেস সাংসদের গ্রেফতারির দাবি
ঝাড়খণ্ডে কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর গ্রেফতারির দাবি জানিয়েছেন রাজ্যের বিজেপি প্রেসিডেন্ট বাবুলাল মারান্ডি। সাংসদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২৫০ কোটি টাকারও বেশি নগদ।
এর জন্য তাঁর গ্রেফতারির দাবি জানিয়ে বাবুলাল মারান্ডি বলেছেন, ‘দ্রুত ধীরজ সাহুকে গ্রেফতার করতে হবে। কারণ এই আর্থিক কেলেঙ্কারির সঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের যোগ থাকতে পারে। তিনি অনেক দিন ধরেই ইডি-কে এড়িয়ে চলছেন।’