আক্রোশের জেরে বন্ধুকে কোপালো যুবক

সাগরপাড়ায় পুরনো আক্রোশের জেরে এক বন্ধুকে কোপানোর অভিযোগ উঠল অপর এক বন্ধুর বিরুদ্ধে। বচসার মাঝে জলঙ্গির দক্ষিণ ঘোষপাড়ার জাহিদুল মণ্ডলকে সাগরপাড়ার খইরামারী টিকটিকিপাড়ার ইয়ারুল শেখ ধারালো হাঁসুয়া দিয়ে অতর্কিতে এলোপাথাড়ি কোপাতে থাকে।
হাঁসুয়ার কোপে হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় জাহিদুলের।অভিযুক্ত বন্ধুকে গ্রেপ্তার করেছে সাগরপাড়া থানার পুলিশ।