অ্যানিম্যাল মুভি দেখে কাঁদতে কাঁদতে মাঝপথেই বেরিয়ে এসেছে মেয়ে, সংসদে ফেটে পড়লেন সাংসদ

‘অ্যানিম্যাল’ ছবিটি বক্স অফিসে ঝড় তুললেও তা নিয়ে বিতর্কও হচ্ছে। ছবির নিন্দা পৌঁছে গেল রাজ্যসভাতেও। কংগ্রেস সাংসদ রঞ্জিত রঞ্জন সংসদে জানালেন, তাঁর মেয়ে তা দেখে কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছেন। তিনি বলেন, ‘প্রথমে এল ‘কবীর সিং’, ‘পুষ্পা’।
আর এবার ‘অ্যানিম্যাল’। সিনেমা সমাজের দর্পণ। এসব তরুণ প্রজন্মকে প্রভাবিত করে? আমার মেয়ে বান্ধবীদের সঙ্গে ছবিটি দেখতে গিয়েছিল। মাঝপথেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছে।’