ISRO- র বড় সাফল্য, সূর্যের প্রথম ছবি পাঠাল আদিত্য এল-১, দেখুন
আদিত্য এল ১-এর ক্যামেরায় ধরা পড়ল সূর্যের প্রথম পূর্ণ গোলাকৃতি ছবি। লাল-নীল-হলুদ-সবুজ রঙের সূর্যের ছবি দেখে তাক লেগে গেল সকলের। ইসরোর তরফে সেই ছবি পোস্ট করা হয়েছে এক্স হ্যান্ডেলে।
অতি বেগুনি রশ্মির ছটা থেকে শুরু করে সূর্যের ডার্কস্পট ধরা পড়েছে ইসরোর আদিত্য এল ১-এর ক্যামেরায়। কেবলমাত্র ছবিই নয়, সূর্য সম্পর্কে একাধিক অজানা তথ্যও ফাঁস হয়েছে বলে ইসরোর দাবি।