১২ ডিসেম্বর ১২ সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যাবে এই তারা
আকাশের বিখ্যাত উজ্জ্বল নক্ষত্র হল বেটেলজিউস। এটি একটি লাল সুপারজায়ান্ট তারা। ১২ ডিসেম্বর, এই উজ্জ্বল নক্ষত্রটি ১২ সেকেন্ডের জন্য অদৃশ্য হয়ে যাবে। ৩১৯ লিওনা নামের একটি গ্রহাণু এই নক্ষত্রটিকে ঢেকে দেবে।
যার কারণে ১১ এবং ১২ তারিখের মধ্যবর্তী রাতে মাটি থেকে বেটেলজিউসের আভা দেখা যাবে না। বিজ্ঞানীরা একে বেটেলজিউসের রিং অফ ফায়ার অ্যানুলার ইক্লিপস বলেছেন।