হোয়াটসঅ্যাপ ব্যাকআপে বেশি হলেই পড়তে পারেন মুশকিলে
হোয়াটসঅ্যাপে এই কাজটি করলেই এবার গুণতে হতে পারে টাকা। আর এই টাকা চার্জ করতে পারে গুগল। আসলে এই অ্যাপে অনেকেই চ্যাট ব্যাকআপ রাখেন। আর তার জন্যই টাকা চার্জ করতে পারে গুগল। আসলে জিমেইলের ১৫ জিবি ফ্রি স্টোরেজে
হোয়াটসঅ্যাপ ব্যাকআপ যোগ হলে এই লিমিট পেরিয়ে গেলে সাবস্ক্রিপশন নিতে হবে। এতে ১০০জিবিতে লাগবে মাস প্রতি ১৩০ টাকা, ২০০জিবিতে লাগবে ২১০ টাকা, ২টিবিতে লাগবে ৬৫০ টাকা। বছরে খরচ ১৩০০, ২১০০, ৬৫০০ টাকা।