কাঞ্চনজঙ্ঘার কোলে দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের

বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা। আর তার মাঝেই জ্বলজ্বল করছে একজোড়া চোখ। হিমালয়ের প্রায় ১২ হাজার ফুট উচ্চতায় দেখা মিলল রয়্যাল বেঙ্গল টাইগারের। সিকিমের পাহাড়ে ৩ হাজার ৬৪০ মিটার উঁচুতে লেন্সবন্দি হয়েছে বাঘটি।
হিমালয়ের এত উচ্চতায় রয়্যাল বেঙ্গল টাইগারের ঝলক এই প্রথম। যা দেশে এক নয়া রেকর্ড তৈরি করল। সিকিমের পাংগোলাখা অভয়ারণ্যে ট্র্যাপ ক্যামেরার লেন্সবন্দি হয়েছে বাঘটি।