এবার DA বৃদ্ধি নিয়ে মুখ খুললেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী

কর্ণাটকে রাজ্য সরকারি কর্মীদের ডিএ এবং বেতন বৃদ্ধির ইস্যু নিয়ে বিধানসভার শীতকালীন অধিবেশনে জোর সওয়াল করলেন বিরোধীরা। এই আবহে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া নয়া বেতন কমিশন নিয়ে মুখ খুললেন।
তিনি বলেন, ‘আপাতত সরকারি নির্দেশে কমিশনের মেয়াদ বৃদ্ধি হয়েছে। মেয়াদ শেষে কমিশন রিপোর্ট পেশ করলে তা খতিয়ে দেখে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’