এবার গিরিরাজকে বহিষ্কারের দাবিতে ধর্নায় TMC-র মহিলা সাংসদরা
ঠুমকা বিতর্কের আঁচে উত্তপ্ত দিল্লি থেকে কলকাতা। বিজেপিকে নারী বিদ্বেষী বলে আক্রমণ করে পথে নামল তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংকে বহিষ্কারের দাবিতে সংসদ চত্বরে
গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসলেন তৃণমূলের মহিলা সাংসদরা। এই ইস্যুতে তৃণমূল ও বিজেপি বিধায়কদের স্লোগান-পাল্টা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য বিধানসভা।