Putin praises Modi: মোদীর নেতত্বে আর শক্তিশালী হচ্ছে ভারত: ভ্লাদিমির পুতিন – Bengali News | India Is A Powerful Country, Growing Stronger Under PM Modi: Vladimir Putin – 24 Ghanta Bangla News
Home

Putin praises Modi: মোদীর নেতত্বে আর শক্তিশালী হচ্ছে ভারত: ভ্লাদিমির পুতিন – Bengali News | India Is A Powerful Country, Growing Stronger Under PM Modi: Vladimir Putin

মস্কো: ভারতের ভূয়সী প্রশংসা শোনা গেল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গলায়। সেই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও নেতৃত্বের প্রশংসাও করেছেন তিনি। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেছেন পুতিন। সেখানে ভারতকে তিনি শক্তিশালী দেশ হিসাবে উল্লেখ করেছেন এবং প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে তা আরও শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন তিনি। এর পাশাপাশি আমেরিকা এবং পশ্চিম দুনিয়ার বিরুদ্ধেও সুর চড়িয়েছেন তিনি। পুতিনের অভিযোগ, পশ্চিম দুনিয়ার তালে তাল না মেলালেই তাকে শত্রু হিসাবে দাগিয়ে দেয় পশ্চিমী দুনিয়া।

ভারতে প্রসঙ্গে পুতিন বলেছেন, “ভারতের জনসংখ্যা ১৫০ কোটির বেশি। অর্থনৈতিক বৃদ্ধি ৭ শতাংশের বেশি। এটা খুবই শক্তিশালী একটি দেশ। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে।” এর পাশাপাশি মোদীকে ‘বিচক্ষণ’ রাষ্ট্রনেতা বলেও অভিহিত করেছেন তিনি। ভারতের প্রশংসার পাশাপাশি রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারত, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলির প্রতিনিধিত্ব আরও বেশি করার পক্ষেও সওয়াল করেছেন পুতিন।

এ সবের সঙ্গেই পশ্চিমী দুনিয়াকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন রাশিয়ার প্রেসি়ডেন্ট। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকেই রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা চাপিয়েছিল আমেরিকা ও তাঁর সহযোগী পশ্চিমী দুনিয়ার দেশগুলি। সেই ঘটনার ক্ষোভ এখনও প্রশমিত হয়নি পুতিনের মনে। ন্যাটো অন্তর্ভুক্ত দেশগুলিকে আক্রমণ শানিয়ে পুতিন বলেছেন, “একটা পর্যায়ে গিয়ে ভারতের সঙ্গেও ওরা একই কাজের চেষ্টা করেছে। যদিও এখন তাঁরা ছলনা করছে। আমরা এ জিনিস বেশ ভালো বুঝতে পারছি। আমি ভারতের নেতৃত্বকে স্বনির্দেশিত বলে অভিহিত করব। তাঁরা জাতির স্বার্থ নিয়ে কাজ করে। তাঁরা আরবকে নিজেদের শত্রু বানিয়েছে। তারা যতই সাবধানী হওয়ার চেষ্টা করুক, আসলে সবই ব্যর্থ হয়।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *